Saturday, October 15, 2016

জানেন কি শাবনুরের বর্তমান বয়স কত? সে এখন কি করছে? জানলে অবাক হবেন।






১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলায় জন্ম নেয়া শাবনুর বাংলা সিনেমার এক জীবন্ত কিং বদন্তির নাম। তাকে নিয়ে বিভিন্ন সময় চড়াও হয়েছে নানা মুখরোচক খবর। রিয়াজকে নিয়ে বহুবার স্ক্যান্ডেলে জড়ানো হয়েছে তাকে। এছাড়াও নানা ব্যবসায়িকে নিয়ে জড়ানো হয়েছে নানা গুজব। সবশেষে তার বিয়ে নিয়েও নেই আলোচনার শেষ। শাবনুর এর বিয়ে, শাবনুরের স্বামী, শাবনুরের ছেলে, শাবনুরের ছবির গান, শাবনুরের হট ছবি আজও সার্চ ইঞ্জিনে খোঁজেন দর্শকেরা। জানতে চান শাবনুরের নায়িকা হওয়ার গল্প।

No comments:

Post a Comment