Monday, October 24, 2016

দুই ছাত্রীকে লাঞ্ছনাকারী সেই ‘বখাটে’ গ্রেফতার



রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকায় বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনার মূল আসামি মো. জীবন করিম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, চলতি মাসের ১৯ তারিখে দুই জমজ বোনকে ইভটিজিং করে জীবন। এর প্রতিবাদ করায় বখাটে জীবন ও তার সহযোগী ওই দুইবোনকে মারধর করে। ওই দিনই জীবনের সহযোগীকে পুলিশ গ্রেফতার করলেও জীবন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

No comments:

Post a Comment