আন্তর্জাতিক ডেস্কঃ
হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে লড়াইয়ে সৌদি আরবের অন্তত ১৫ সেনা নিহত হয়েছে। সৌদি ভূখণ্ডের ভেতরে এ লড়াই হয়েছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিজানের ভেতরে এ লড়াইয়ে অন্তত ৪০ সৌদি সেনা আহত হয়েছে।
জিজানের পার্বত্য এলাকাগুলেতে অবস্থান গ্রহণ করেছে ইয়েমেনি বাহিনী। তাদের বিরুদ্ধে চালানো সৌদি ব্যর্থ হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। এ অঞ্চলে সৌদি ঘাঁটিগুলো লক্ষ্য করে ইয়েমেনি বাহিনী গোলন্দাজ হামলা করেছে। হামলায় সৌদি একটি সামরিক যান ধ্বংস হয়ে গেছে।
এর আগে, ইয়েমেনি সেনারা আসির অঞ্চলের খামিস মুশাইত নগরীর একটি সৌদি সামরিক ঘাঁটিতে সফল ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
সৌদি অব্যাহত আগ্রাসনের জবাবে এ সব হামলা করেছে ইয়েমেনে।
No comments:
Post a Comment