Monday, November 14, 2016

নরসিংদীতে নায়ক-নায়িকা বানানোর নামে চলছে প্রতারণা


নরসিংদীতে চলচ্চিত্রে নায়ক-নায়িকা বানানোর নামে ব্যপক হারে প্রতারণা শুরু করেছে এক শ্রেনীর প্রতারক চক্র। নিম্নমানের ছবি তৈরি করে স্থানীয় ক্যাবল চ্যানেলে চালানোর নাম ভাঙ্গিয়ে নবাগত আগ্রহী অভিনেতাদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। সাধারণ পরিবারের মেয়েরাও চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আর এই আগ্রহকে পুঁজি করে নতুন নায়ক-নায়িকা হতে ইচ্ছুকদের সঙ্গে বাড়ছে প্রতারণা।
বাংলাদেশ চলচ্চিত্র সহশিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু লোক আছে যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে চলচ্চিত্রের তারকাদের সঙ্গে ছবি তুলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে। নিজেকে চলচ্চিত্রের লোক হিসেবে প্রমাণ করতে চায়। তারপর তারা ফেসবুকে বিভিন্ন ছেলেমেয়েকে চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দেয়। রাজি হয়ে গেলেই শুরু হয় প্রতারণা। ছেলেদের সঙ্গে একধরনের প্রতারণা আর মেয়েদের ক্ষেত্রে হয় আরো জঘন্য প্রতারণা। আর এ প্রতারনার ফাঁদে বেশি পা দিচ্ছেন মেয়েরা। নতুন কাজ করতে চায়, তারা আসলে জানে না কিছুই, যে কারণে তাদের সঙ্গে প্রতারণা করা সহজ।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানায়, `নরসিংদীতে প্রতিনিয়তই এ ধরনের প্রতারনার ঘটনা ঘটছে। ক্যাবল টিভির নাম ভাঙ্গিয়ে তারা নতুনদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। আর এ ফাঁদে পা দিয়ে অনেকেই হচ্ছেন সর্বশান্ত। ক্যাবল চ্যনেলে নায়ক-নায়িকা নেয়া হবে দেখে ফোন দিয়েছিলাম। আমার কাছে টাকা দাবি করলে বুঝে গিয়েছিলাম প্রতারক চক্র। তাই আর যোগাযোগ করি নি’
নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বলেন, `আমরা অভিযোগের বিষয়টি শুনেছি। অভিযান চালিয়ে দ্রুত চক্রের সদস্যদের ধরা হবে বলে জানান তিনি।’
প্রতারনার ফাদ থেকে রক্ষা পেতে নিজেদের সচেতনতা বাড়ানোর আহব্বান জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সহশিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেন, `ফেসবুকে একজন বলল- আপনি খুব সুন্দর, নায়িকার মতো লাগছে, অভিনয় করবেন কি না, আর আপনি চলে গেলেন- বিষয়টি এত সহজ নয়। দু-চারদিনে নায়ক-নায়িকা হওয়া যায় না। আমার মনে হয়, নতুনদের আরো সচেতন হতে হবে। আর সচেতনতাই পারে এ ধরনের প্রতারণার জবাব দিতে।’
এসব বিষয়ে প্রশাসনের নজরদারী বাড়ানো দরকার বলে জানান সচেতন মহল।

No comments:

Post a Comment