Wednesday, October 19, 2016

সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর



আন্তর্জাতিক ডেস্ক- নিজ দেশের এক নাগরিককে গুলি করে মারার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক সৌদি প্রিন্সের দণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, তিন বছর আগে সৌদি রাজধানী রিয়াদে ঝগড়া চলাকালে ওই ব্যক্তিকে গুলি করে মারেন প্রিন্স তুর্কি বিন সৌদ আল কবির।
মঙ্গলবার রিয়াদে ওই সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে রাজপরিবারের কারো মৃত্যুদণ্ড কার্যকর খুবই বিরল ঘটনা।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এজেন্সির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আব্দেল আল মোহাম্মেদ নামে এক ব্যক্তির সঙ্গে ঝগড়ার পর তাকে গুলি করে হত্যার অপরাধে প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তবে কিভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সৌদি সাধারণত শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরআগে ১৯৭৫ সালে সৌদি রাজ পরিবারের একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

No comments:

Post a Comment