২০০ কোটি ডলার এক সপ্তাহের মধ্যে ফেরত চায় সৌদি আরব, বিপাকে পাকিস্তান
২০০ কোটি ডলার এক সপ্তাহের মধ্যে ফেরত চায় সৌদি আরব, বিপাকে পাকিস্তান
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ইসহাক দার বলেছেন, আগামী দুই সপ্তার মধ্যে পাকিস্তানকে দেয়া ২০০ কোটি ডলার ফেরত চেয়েছে সৌদি আরব। এই অর্থ পাকিস্তানকে উপঢৌকন হিসেবে দিয়েছিল সৌদি আরব। পাকিস্তানের সরকারি টিভি’র এক রিপোর্টে বলা হয়েছে আগামী ২ সপ্তাহের মধ্যে এই অর্থ ফেরত চেয়েছে সৌদি আরব। যা ২০১৩ সালে পাকিস্তানকে উপঢৌকনস্বরূপ দেয়া হয়েছিল। পাক ভারত উত্তেজনার মধ্যে সৌদি আরবের অর্থ ফেরত চাওয়া অত্যন্ত বেদনায়ক উল্লেখ করে ইসহাক দার বলেন, সৌদি কর্তৃপক্ষ এমন সময়ে এই অর্থ ফেরত চাচ্ছে যখন পাক-ভারত সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। আমরা অসহায় হয়ে পড়েছি। অর্থনীতিবিদরা বলছেন, সৌদি আরব এই পরিমাণ অর্থ পাকিস্তানকে দিয়েছিল অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য। কিন্তু দেশটির ক্ষমতাসীন দল মুসলিম লিগ (এন) সেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।
No comments:
Post a Comment