Friday, October 7, 2016

স্বামী/স্ত্রী নিয়ে সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি মন্ত্রনালয়

স্বামী/স্ত্রী নিয়ে সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি মন্ত্রনালয়




সৌদি আরব প্রবাসী, যারা সৌদিতে বিয়ে করেছেন তাদের জন্যেএকটি ভাল খবর প্রকাশ করেছে আরব নিউজ।সম্প্রতি সৌদি মন্ত্রনালয় নতুন আইন করার প্রেক্ষিতে প্রবাসীরা এমন সুবিধা পেলো।
সাধারনত কোন প্রবাসী যদি সৌদি আরবের পুরুষ/মহিলাকে বিয়ে করেন, তবে সেই সৌদি স্বামী/স্ত্রীর কল্যানে তিনি সেদেশের স্পন্সরশীপ লাভ করেন।কিন্তু দেখা যেতো পারিবারিক সমস্যা হলে বা মতের অমিল হলে সৌদি স্ত্রী/স্বামী প্রবাসীকে ফাইনাল এক্সিট ভিসা দিয়ে দিত। ফলে প্রবাসী তার অধিকার হতে বঞ্চিত হত, তার দেশে ফেরত যাওয়া ছাড়া উপায় ছিল না।
কিন্তু এখন সৌদি বিচার মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিয়েছে- পারিবারিক/বৈবাহিক সমস্যায় একজন সৌদি স্ত্রী/স্বামী কোন প্রবাসীকে জোড়পূর্বক ফাইনাল এক্সিট ভিসা দিতে পারবে না। যতক্ষন পর্যন্ত না আদালত একটি সিদ্ধান্তে পৌছে, ততদিন সংশ্লিষ্ট প্রবাসী সৌদিতে অবস্থান করতে পারবে।সূত্রঃ আরব নিউজ

No comments:

Post a Comment