Wednesday, October 12, 2016

সৌদি প্রবাসীদের জন্য ভয়ংকর দুঃসংবাদ


সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের দুঃখের বোঝা আরও ভারী হচ্ছে।প্রবাসীদের আয় থেকে ৬ শতাংশ হারে টাকা কেটে নেওয়ার প্রস্তাব করেছে দেশটি। কিন্তু একে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে তা সৌদি আরবের জন্য ভালো ফল বয়ে আনবে।
নিজেদের অর্থনীতির টানাপোড়নে দেশটিতে কর্মরত প্রবাসীদের এই কর বসানোর প্রস্তাব করে দেশটি। এমতাবস্থায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পাড়ি জমানো প্রবাসীরা আরব নিউজের কাছে জানিয়েছেন, রেমিটেন্স পাঠানোর ওপর প্রস্তাবিত এই ৬ শতাংশ কর সৌদি আরবে তাদের ভবিষ্যতকে আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে। এ নিয়ে তারা উদ্বিগ্ন। তারা এ প্রস্তাব তুলে নেওয়ার অনুরোধ করেন।

No comments:

Post a Comment