Thursday, October 13, 2016

ক্ষিপ্ত হয়ে আছে সৌদি আরব, কার উপর জানেন?



যে কারনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে সৌদি আরব, কার উপর জানেন?সিরিয়া ভয়াবহ হামলা বন্ধে জাতিসঙ্ঘের নেয়া উদ্যোগে রাশিয়ার পক্ষে অবস্থান নেয় মিসর। যুদ্ধ বন্ধের জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেয় মস্কো।
মস্কোর পক্ষ অবলম্বনকারী পরিষদের তিনটি দেশের একটি ছিল সিরিয়ার প্রতিবেশী মিসর। জাতিসঙ্ঘে নিযুক্ত সৌদি আরবের প্রতিনিধি আবদুল্লাহ আল-মুয়াল্লামি, মিসরের এই অবস্থানকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।
শনিবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় হামলা বন্ধের আহ্বান জানিয়ে ফ্রান্সের উত্থাপিত খসড়া প্রস্তাবে রাশিয়ার সাথে আরো তিনটি দেশ ভেটো দেয়, যার মধ্যে মিসরও রয়েছে। উত্থাপিত প্রস্তাবে আলেপ্পোয় বিমান হামলা এবং সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছিল।
মুয়াল্লামি বলেন, ‘আরবদের সম্মত সিদ্ধান্তের প্রতি আরব লিগের সদস্য মিসরের চেয়ে সেনেগাল ও মালয়েশিয়া অনেক বেশি আন্তরিকতার পরিচয় দিয়েছে।

No comments:

Post a Comment