Sunday, October 30, 2016

সহযোদ্ধার মাথা কেটে নেওয়ার ঘটনায় এবার চরম প্রতিশোধ নিলো ভারতীয় সেনারা



আন্তর্জাতিক ডেস্ক  সীমান্তে একের পর এক হামলা পাল্টা হামলায় ব্যস্ত ভারত-পাকিস্তানসেই সাথে উত্তেজনাও বাড়ছেসম্প্রতি নিহত এক সহযোদ্ধার মাথা কেটে নেওয়ার ঘটনায় চরম অপমানিত হয়েছিল ভারতীয় সেনাএবার তার চরম প্রতিশোধ নিলেন জওয়ানরাশনিবার রাতে জম্মু-কাশ্মীরের কেরন সেক্টরে নিয়ন্ত্রণরেখায় চারটি পাকিস্তানি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারাভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে
খবরে বলা হয়, এই ঘটনায় একাধিক পাক সেনার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছেউরির ঘটনার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বাহিনী পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, এদিনের সেনা অপারেশনও সেই মাত্রায় ঘটেছে বলে জানা গেছে
শনিবার রাতের অপারেশনে ভারতীয় সেনাবাহিনী ভারী মর্টার ব্যবহার করেছে বলে সেনা দেশটির সূত্রে জানা গেছেসম্প্রতি ভারতীয় সেনার এত বড় অপারেশন হয়নিএদিনের অপারেশনে পাক সেনাবাহিনী ও তাদের মদতপুষ্ট জঙ্গিদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাও নজিরবিহীনএ ব্যাপারে কূটনৈতিক মহলের ব্যাখ্যা, সার্জিক্যাল স্ট্রাইকের এক মাস পর ভারত দ্বিতীয়বার পাকিস্তানের বিরু‌দ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেকূটনীতির ভাষায় যা হট পারস্যুটনামে পরিচিতআগে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরু‌দ্ধে ভারত এতটা কড়া পদক্ষেপ নিত না
এর আগে শুক্রবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া সেক্টরের মাচিলে পাক সেনা ও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ১৭ শিখ ইনফ্যাণ্ট্রির জওয়ান মনজিৎ সিংয়েরভারতীয় সেনার পাল্টা হামলার মুখে মনজিতের দেহ বিকৃত করে পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যায় পাক জঙ্গি ও সেনারাধারালো অস্ত্রে তাঁর মাথা কেটে আলাদা করে দেওয়া হয়এর পরই তীব্র ক্ষোভের আঁচে ফুটতে থাকেন সেনা জওয়ানরাউধমপুরে সেনার নর্দার্ন কম্যান্ড হেডকোয়ার্টার থেকে বিবৃতি জারি করে বলা হয়, খুব দ্রুত এই ঘৃণ্য ঘটনার উপযুক্ত জবাব পাবে পাকিস্তানপ্রশাসনের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়ার পর রাতেই বদলা নিল ভারতীয় সেনা
এদিকে শুক্রবারের নৃশংস ঘটনার পরও শনিবারও বিনা প্ররোচনায় হামলা জারি রাখে পাকিস্তানজম্মুর আর এস পুরা এবং আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন হীরানগরে সাধারণ মানুষ এবং বিএসএফ পোস্ট লক্ষ্য করে লাগাতার মর্টার হামলা চলেছেশুক্রবারও পাক হামলায় মৃত্যু হয়েছে এক নারীসহ ১৫ বছরের এক কিশোরেরদিনভর জম্মু, সাম্বা, কাঠুয়া জেলার বিভিন্ন এলাকা এবং মেন্ধের এবং মাচিল সেক্টরে হামলা চলেছে
এর মধ্যে মাচিলে পাক সেনা দাঁড়িয়ে থেকে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিল৷ কিন্তু ভারতীয় জওয়ানদের প্রতি আক্রমণের মুখে পিছু হঠতে বাধ্য হয় তারাসেই সময়ই সংঘর্ষে মৃত্যু হয় ১৭ শিখ ইনফ্যাণ্ট্রির জওয়ান মনজিৎ সিংয়েরঘটনার সময় উপস্থিত সেনা আধিকারিকদের দাবি, জঙ্গিদের পালানোর সময় দূর থেকে লাগাতার গুলি চালিয়ে তাদের কভারদিয়েছে পাকিস্তান রেঞ্জার্সকিন্তু সরাসরি অনু্প্রবেশের নেপথ্যে ছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট
দেশটির সেনা সূত্রের খবর, এই ব্যাট বাহিনীতেই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে পাক সেনা ও জঙ্গিরামূলত নিয়ন্ত্রণরেখায় ধারাবাহিকভাবে উত্তেজনার আগুন জ্বালাতেই এখন এই বাহিনীকে আরও বেশি সক্রিয় করেছে পাকিস্তান
গোলাগুলির ঘটনার পর স্থানীয় পুলিশের দাবি, শনিবার ভোর ছটা থেকে শুরু হয় পাকিস্তান রেঞ্জার্সের মর্টার হামলাবেছে বেছে উপত্যকার গ্রামগুলিকে টার্গেট করছে তারাভারতীয় বাহিনীর সার্জিক্যাল অ্যাটাকের পর পাক বাহিনী নিয়ন্ত্রণরেখায় একমাসে ১০০ বারের বেশি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছেভারতীয় বাহিনীর পাল্টা জবাবে ১৫ জন পাক সেনার মৃত্যু হয়েছেতারপর থেকেই সীমান্তের ওপার থেকে ঘনঘন হামলা হচ্ছেপাল্টা আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ভারতীয় সেনাও

এদিকে এদিনও মাচিল সেক্টরে ফের অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে ব্যাটযুদ্ধ চলাকালিন হঠাৎই দুর্ঘনায় মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানেরবিএসএফের আইজি কাশ্মীর বিকাশ চন্দ্র জানিয়েছেন, দূরপাল্লার অস্ত্র মজুদগারে বিস্ফোরণে গুরুতর আহত হন কনস্টেবল নীতিন সুভাষদ্রূত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি

No comments:

Post a Comment