Sunday, October 30, 2016

কুকের দুই রিভিউ জয় নিয়ে প্রশ্ন!



ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক ৪৪ রানে ব্যাট করছিলেন তখন২৫.৫ ওভারে দলের রান তখন ১০৯  বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত একটি বল ব্যাটের ফাঁক গলে আঘাত হানে তাঁর প্যাডেসমস্বরে বাংলাদেশ দলের খেলোয়াড়দের এলবিডব্লিউর আবেদনশ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা প্রথমে আউট না দিলেও পরে টিভি আম্পায়ারের সহায়তা নেনঅথচ নিউজিল্যান্ডের টিভি আম্পায়ার ক্রিস গাফানি সিদ্ধান্ত দিলেন, ইংল্যান্ড অধিনায়ক আউট নন কেন? প্রশ্ন ওঠে এই সিদ্ধান্ত নিয়েঅথচ টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে আঘাত হানার কথাকিন্তু রিভিউতে বলের গতিপথ কীভাবে পরিবর্তন করা হয়েছে তা নিয়ে জোরালো প্রশ্ন ওঠেকারো কারো দাবি, তাহলে কি রিভিউতে বলের গতিপথ পরিবর্তন করে দেখানো হয়েছে? অথচ একই রকম আউট ছিলেন মইন আলীতাঁর রিভিউতে ঠিকই দেখা গেছে, বল আঘাত হেনেছে স্টাম্পেতিনি আউটও হয়েছেনকিন্তু কুককে আউট দেওয়া হয়নি শুধু এটিই নয়, ব্যক্তিগত ৫৯ রানের মাথায় কুকের বিপক্ষে আরো একবার এলবিডব্লিউর জোরালো আবেদন ওঠেরিভিউ নেয় বাংলাদেশআবারও একইভাবে রিভিউতে জেতেন ইংল্যান্ড অধিনায়ক প্রশ্নবিদ্ধ এই দুটি রিভিউ জিতেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি কুকএক ওভার পরেই সেই ৫৯ রানের মাথায় সাজঘরে ফিরে যানমিরাজের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে

No comments:

Post a Comment