মুসলমান থেকে হিন্দু হয়ে গেলেন শাকিলা জাফর!
শাকিলা জাফর থেকে হয়ে গেলেন শাকিলা শর্মা। এখন থেকে এ নামেই তাঁকে চিনতে হবে। সম্প্রতি শাকিলা বিয়ে করেছেন মুম্বাইবাসী রবি শর্মাকে। তার নামের পদবিই এখন যুক্ত হয়েছে শাকিলার সঙ্গে। এটিএন বাংলার অনুষ্ঠানে ‘আজ সকালের গান’এ গান পাওয়ার পাশাপাশি এ কণ্ঠশিল্পীকে নতুন নামে ‘পরিচয়’ করিয়ে দেওয়া হবে। কিছুদিন আগে রবি শর্মাকে বিয়ে করেছেন শাকিলা। তিন বছর আগে দুজনার পরিচয়। রবি তড়িৎ প্রকৌশলী হলেও তিনি এখন করপোরেট জগতের মানুষ। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি।
No comments:
Post a Comment