Saturday, October 22, 2016

বাংলাদেশী বিমান পাইলটের দক্ষতায় বাঁচলো কয়েকশ প্রাণ



বিমান যখন আকাশে উড়ে তখন যাত্রীদের জীবন অনেকটা পাইলটের হাতে। এজন্য পাইলট যত দক্ষ যাত্রীদের জীবন ততটা সুরক্ষিত। এমন অনেক ঘটনা আছে যেখানে নিশ্চিত বড় দূর্ঘটনা থেকে একমাত্র পাইলটের দক্ষতায় ভালো ভাবে প্লেন ল্যাণ্ড করানো গেছে। তবে শুধু বিদেশী পাইলটরাই নয়, বাংলাদেশ বিমানের পাইলটরাও এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছেন।

এইতো সপ্তাহখানেক আগের কথা। আবুধাবী থেকে বাংলাদেশ বিমানে চড়ে আসা আবুধাবীর একজন যাত্রী গোপনে ধুমপান করতে গিয়ে মারাত্বক বিপদে ফেলে দিয়েছিলেন ক্রুদের। পরে ক্রুদের উপস্থিত বুদ্ধি আর স্বয়ংক্রিয় এলার্মের কারনে সেটি আর বেশী দূর এগোয়নি। রক্ষা পেয়েছিলো দেশী এবং প্রবাসী ৩৬৬ জন যাত্রীর প্রাণ।

এমনই আরেকটি ঘটনা, যেখানেএকজন দক্ষ পাইলটের দূর্ধষ ঘটনার কথাই বলছি। তিনি বাংলাদেশ বিমানেরই পাইলট। সেদিন আবহাওয়া কিছুটা খারাপ ছিলো। অল্পস্বলপ্ বৃষ্টি ঝরছিলো। কিন্তু বাতাসের ঝাপটা ছিলো বেশ।বিমানে ছিলো শ’খানেক যাত্রী। বিমানটি ল্যাণ্ডিং করতে বেশ বেগ পেতে হচ্ছিলো সেই পাইলটের। আকাশ থেকে নিচে নামতে গিয়ে কিভাবে তিনি বাধার সম্মুখ্খীন হলেন, দুর্দান্ত সেই ঘটনা সরাসরি দেখতে পারেন ভিডিওতে।

No comments:

Post a Comment