Monday, November 7, 2016

পুতিনের ভয়ে ন্যাটোর তিন লাখ সৈন্যের সতর্কতা!

পুতিনের ভয়ে ন্যাটোর তিন লাখ সৈন্যের সতর্কতা!



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলো আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন–এই ভয়ে তিন লাখ সৈন্যকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে ন্যাটো।
ন্যাটোর মহাসচিব স্টোলটেনবার্জ চলতি সপ্তাহে টাইমস পত্রিকাকে বলেন, ‘আমরা দেখছি ইউরোপে ন্যাটো সদস্যদের সম্পর্কে রাশিয়া মিথ্যাচার করছে। তবে আমরা স্নায়ুযুদ্ধ অবসানের পর আমাদের সামষ্টিক প্রতিরক্ষায় সবচেয়ে বড় শক্তি নিয়ে এর জবাব দিচ্ছি।’
গত বছর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার সম্পর্ক অবনতি হতে শুরু করে। সিরিয়াকে অব্যাহত সমর্থনের কারণেই এই অবনতি।
ডেইলে মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মস্কো এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স চিন্তায় পড়েছে।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে জাতিগত বিদ্রোহীদের দমনের মাধ্যমে ক্রিমিয়া দখল করার পর বারাক ওবামা নীতির পরিবর্তনের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সদস্যদের মেইল হ্যাকিংয়ের মাধ্যমে তাঁদের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নতুন করে অভিযুক্ত হন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
১৯৯১ সালে সুভিয়েত ইউনিয়নের পতনের পর নাটকীয়ভাবে অনেক ন্যাটো সদ্যস্যের প্রতিরক্ষা ব্যয় তুলে নেওয়া হয়। কিন্তু রাশিয়া এখনো গুরুত্ব দিচ্ছে তাঁদের সৈন্য বৃদ্ধিতে। প্রতিবছর এখন এক লাখ সৈন্য প্যারেডে অংশ নিচ্ছে।

No comments:

Post a Comment